গাজীপুুর অনলাইনঃ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে সকল মামলায় উচ্চ আদালত জামিন দিলেও তিনি মুক্তি পাচ্ছেন না। মঙ্গলবার বিকেলে বিস্ফোরক দ্রব্য আইনে আরো একটি মামলায় তাকে গ্রেফতার দেখান হয়েছে। অপরদিকে হাইকোর্ট ডিভিশন মঙ্গলবার দু'টি মামলায় তিন মাসের জামিন মঞ্জুর করেছেন। এনিয়ে আগের সকল মামলায় জামিন পেয়েছেন তিনি।
গাজীপুর আদালতের কোর্ট পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম এ সংবাদ নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বিকেল ৫টায় কাশিমপুর কারাগারে নতুন মামলায় মেয়র মান্নানকে গ্রেফতারে কাস্টডি ওয়ারেন্ট পৌঁছেছে। জয়দেবপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার (নং-৪০(১২)২০১৩) আসামি হিসেবে মান্নানকে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি আরো বলেন, জামায়াতের জ্বালাও-পোড়াও ঘটনায় দায়ের করা ওই মামলায় মেয়র মান্নান অভিযুক্ত।
মান্নানের আইনজীবী প্যানেলের সদস্য অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ প্রিন্স বলেন, মঙ্গলার দুপুর ১টা পর্যন্ত অধ্যাপক এম এ মান্নানের নামে যতগুলো মামলা হয়েছে, সব মামলায় হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন। তিনি বর্তমানে কারা হেফাজতে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রসঙ্গত, এবছরের ১২ ফেব্রুয়ারি ঢাকার বারিধারা বাসা থেকে অধ্যাপক মান্নানকে আটক করে গাজীপুর পুলিশ। গ্রেফতারের পর ৫টি মামলায় কয়েক দফা রিমান্ডে নেওয়া হয় মেয়র মান্নানকে। গাজীপুরের কালিয়াকৈর ও জয়দেবপুর থানার নাশকতার দুই মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নেতা এম এ মান্নান জামিন পেয়েছেন। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি জাফর আহমদের বেঞ্চ দুই মামলায় তাকে তিন মাসের এ জামিন দেন।