গাজীপুর অনলাইনঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় ২টি বাস ও ১টি সিএনজি অটোরিক্সার ত্রিমূখী সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও ২০জন।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় একটি সিএনজি অটোরিক্সাকে সাইড দিতে গিয়ে ঢাকাগামী পরিবহনের একটি মিনিবাস চন্দ্রাগামী আজমেরী পরিবহনের একটি মিনিবাসে এবং একটি সিএনজি অটোরিক্সার ত্রিমূখী সংঘর্ষ হয়। এসময় সিএনজি অটোরিক্সাটি রাস্তার পার্শ্বে ছিটকে পড়ে যায়। বাস দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ দূর্ঘটনায় স্কাইলাইন পরিবহনের চালক ইউছুব হোসেন ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় চালক, হেলপারসহ কমপক্ষে ২০ জন যাত্রী। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত ৮জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
পুলিশ লাশ ও দূর্ঘটনা কবলিত ৩টি যানবাহন উদ্ধার করেছে। এসময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।