গাজীপুর অনলাইন: বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের অশ্লীলতা এবার যেন ভর করছে বাংলা নাটকেও। সেসব নাটক আবার প্রচার হচ্ছে তথাকথিত অনলাইন টেলিভিশনগুলোতে। এতে করে উচ্ছন্নে যেতে বসেছে তরুন সমাজ।
জানা গেছে, এবার ঈদে একটি অনলাইন টেলিভিশনে প্রচার হয় ইমরাউল রাফাত পরিচালিত নাটক ‘রুম ডেট’। সাধারণত বাংলা নাটকে যেসব দৃশ্যের কথা দর্শক কল্পনাও করতে পারে না, তেমন কিছুই ছিলো এতে। ফলাফল হিসেবে প্রচারের আগেই আলোচনায় চলে আসে নাটকটি।
নাটকের মধ্যে অশালীন অঙ্গভঙ্গি আর সংলাপের আশ্রয় নেওয়া হয়েছে। এ নিয়ে প্রথম দিন থেকেই সোস্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হয়েছে।
দর্শকদের অনেকেই সমালোচনা করে বলেছেন, নাটকের নামে এধরণের যৌনতার রুচিহীন উপস্থাপনা আর যাই হোক মহৎ কিছু নির্মাণ প্রচেষ্টার অংশ হতে পারে না।
কবি ও গীতিকার সোমেশ্বর অলি নাটকটি প্রসঙ্গে নিজের স্ট্যাটাসে লিখেছেন- তিন মিনিট ৪০ সেকেন্ড দেখেছি। আর নিতে পারি নাই। অবশ্য নাটকের শুরুতে কর্তৃপক্ষ বলেছেন যে, শেষ না করে সমালোচনা কাম্য নয়। আমি শেষ দৃশ্য পর্যন্ত যেতে পারি নাই। ক্ষমা করবেন। ‘সুড়সুড়ি’ মার্কা কাজ দেখলে গা জ্বলে, বমি আসে, থু…।