ডেস্ক রিপোর্টঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন গাজীপুর স্টুডেন্টস এসোসিয়েশনের ২০১৫-১৬ বর্ষের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন “ডি” এর নিচতলায় ইফতার মাহফিল অনুষ্ঠান ও নতুন কমিটি ঘোষণা করা হয়।
ফরিদ আহমেদকে সভাপতি এবং হাসান সালমানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এসোসিয়েশনের সাবেক সভাপতি সাজিদুল ইসলাম সবুজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক মাঝহার মোশাররফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং এর সহকারী অধ্যাপক শাহেদুল হোসাইন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি নাহিদুল হক নাহিদ, আশরাফুল আলম, জাহিদ হাসান, এমদাদুল হক এবং যুগ্ম সম্পাদক আতিকুর রহমান, আশিক আহমেদ। সাংগঠনিক সম্পাদক হুমায়ের আদনান, মাহমুদুল নবী।
এছাড়া কোষাধ্যক্ষ মুশফিক সালেহীন, প্রচার সম্পাদক শাহরিয়ার আলম, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার ইসলাম এবং প্রকাশনা সম্পাদক পদে নজরুল ইসলাম ও আব্দুল হালিম। “হৃদয়ে গাজীপুর” স্লোগানকে ধারণ করে এ সমিতির পথচলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময় থেকে। এটি শাবির আঞ্চলিক সংগঠনগুলির মধ্যে অন্যতম প্রাচীন সংগঠন বলে জানান আয়োজকরা।