ডেস্ক রিপোর্টঃ বিভিন্ন সময় ম্যাচ জিতলে বোনাসের ঘোষণা আসে। বোনাসের ঘোষণা আসে সিরিজ জয়ের পরও। তবে এবার ঈদের আগেই বোনাস হিসেবে ৮ কোটি টাকা পাচ্ছেন টাইগাররা।
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স ও পাকিস্তানকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করার পর বাংলাদেশ দলের খেলোয়াড়দের জন্য মোটা অঙ্কের বোনাসের ঘোষণা আসে। বিশ্বকাপে আলাদা আলাদা প্রতিটি ম্যাচ জয়ের জন্যই বোনাস ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার উপর কোয়ার্টার ফাইনালে ওঠার পর বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ১ কোটি টাকা বোনাস ঘোষণা করেন।
একই পরিমাণ বোনাস ঘোষণা করে বেক্সিমকো গ্রুপও। এরপর ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর প্রধানমন্ত্রী আরো ১ কোটি টাকা বোনাস ঘোষণা করেন। সবশেষ ভারতের বিপক্ষেও বাংলাদেশ দারুণ পারফরম্যান্স করেছে।
বিশ্বকাপ থেকে ভারত সিরিজ পর্যন্ত সব ধরণের বোনাস মিলিয়ে খেলোয়াড়দের বোনাসের পরিমাণটা ৮ কোটি টাকা। আর এই বোনাস তারা পেয়ে যাচ্ছেন ঈদের আগেই।
শনিবার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ইফতার পার্টিতে যাবেন টাইগাররা। সেখানেই ক্রিকেটারদের হাতে প্রতিশ্রুত বোনাসের চেক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।