গাজীপুুর অনলাইনঃ গাজীপুরের টঙ্গীতে আজ বুধবার বিকেলে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় এক মুক্তিযোদ্ধা নিহত এবং অপর চারজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম গোপাল চন্দ্র পাল (৬০)। তিনি নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়ার জোগেন চন্দ্র পালের ছেলে।
এর আগে আজ ভোর সাড়ে ৬টার দিকে টঙ্গীর চেরাগ আলী বাসস্ট্যান্ডে বাসের ধাক্কায় নটর ডেম কলেজের ছাত্র জাকির হোসেন নিহত হন।
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের টঙ্গীর চেরাগআলী কলেজ গেইট এলাকায় মেয়ে দোলনকে নিয়ে আজ বিকেলে সড়ক পার হচ্ছিলেন মুক্তিযোদ্ধা গোপাল চন্দ্র পাল। এ সময় বেপরোয়া গতিতে ঢাকাগামী ছালছাবিল পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাঁদের ধাক্কা দেয়। এ সময় বাসটি তিন আরোহীসহ অপর একটি মোটরসাইকেলকেও সজোরে ধাক্কা দেয়। এতে গোপাল চন্দ্র পালসহ পাঁচজন আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় গোপাল চন্দ্র পালকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।