গাজীপুর অনলাইনঃ গাজীপুরের জনপ্রিয় সংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টারের কনিষ্ঠ পুত্র মোবাইল অপারেটর কোম্পানী (আজিয়াটা ) রবি’র ভাইস প্রেসিডেন্ট মেধাবী তরুণ মোঃ জাবিদ আহসান সোহেল-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল শুক্রবার।
জাবিদ আহসান সোহেল গাজীপুর-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ জাহিদ আহসান রাসেলের ছোট ভাই ও স্থানীয় ঐতিহ্যবাহী হায়দরাবাদ রমনি কুমার পৈত উচ্চ বিদ্যালয়ের গভর্নিংবডির সভাপতি ছিলেন।
২০১৩ সালের ১০ জুলাই ৩৩ বছর বয়সে এদিনে দূরারোগ্য প্যানসিরাস ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
সোহেলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১১ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ রোজ শনিবার শহীদ আহসান উল্লাহ মাস্টারের গ্রামের বাড়ি গাজীপুর সদর উপজেলার হায়দরাবাদ গ্রামের বাড়িতে মিলাদ মাহফিল, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
জাবিদ আহসান সোহেলের বড় ভাই মোঃ জাহিদ আহসান রাসেল এমপি ও হায়দরাবাদ রমনি কুমার পৈত উচ্চ বিদ্যালয়ের গর্ভনিংবডির সভাপতি সোহেলের চাচা মোঃ মতিউর রহমান তার ভাতিজা জাবিদ আহসান সোহেলের রুহের মাগফেরাত কামনার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।