গাজীপুর অনলাইনঃ জেলার কালীগঞ্জে বিধবা প্রেমিকাকে বিয়ের প্রলোভনে দেখিয়ে ধর্ষণ করে। ধর্ষীতা নারী সাত মাসের অন্তঃ সত্ত্বা হওয়ার সংবাদ পাওয়া গেছে।
জানাযায়, উপজেলার মোক্তারপুর ইউনিয়নের মোক্তারপুর উত্তর পাড়া এলাকায় মৃত মাওলানা আজিম উদ্দিন'র লম্পট ছেলে জিয়ার উদ্দিন (৪৫) 'র এর প্রতিবেশী নিহত কুতুব উদ্দিনের স্ত্রী দুই সন্তানের জননী আকলিমা আক্তার আখি (২৮) কে অর্থ ও বিয়ের প্রলোভন দেখিয়ে জোর পুর্বক ধর্ষণ করে । তাতে সে অন্তঃসত্ত্বা হয়, ওই ধর্র্ষিতা নারী জিয়ার উদ্দিনকে বিয়ের কথা বললে ওই লম্পট বিধবাকে হত্যার হুমকি দিয়ে বলে মানুষের কাছে বললে তোর ছেলে, মেয়েসহ তোকে মেরে নদীতে ভাসিয়ে দিব । এ ঘটনার পর থেকে লম্পট জিয়ার উদ্দিন পলাতক রয়েছে । পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় ভাবে সমাধান করতে চাইলে জিয়ারউদ্দিনের পরিবারের লোকেরা বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যাচ্ছে বলে জানিয়েছে স্থানীয়রা ।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চলছে দফায় দফায় বৈঠক । এদিকে অন্তঃ সত্ত্বা ওই বিধবা নারী ন্যাষ বিচার পাওয়ার আসায় মানুষের দ্বারে দ্বারে ঘুরছে ।