গাজীপুর অনলাইনঃ গাজীপুর মহানগরে আজ বুধবার দুপুরে হারবাল রিচার্স সেন্টারের এক ভুয়া চিকিৎসককে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ভুয়া চিকিৎসক ডা. হাকিম এস চৌধুরীকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন।
ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা জানান, গাজীপুর জেলা শহরের ঝুমুর সিনেমা হল মার্কেটের হারবাল রিচার্স সেন্টারে বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। ওই চিকিৎসা কেন্দ্রের এস চৌধুরী নিজেকে একজন চিকিৎসক পরিচয় দিয়ে সাইনবোর্ড ব্যবহার করে সাধারন মানুষকে প্রতারণা করে আসছিলো। এছাড়া মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ৬মাসের কারাদন্ড দেয়া হয়েছে। পরে মেয়াদোত্তীর্ণ ওইসব ঔষধ জব্দ করে ধ্বংস করা হয়েছে।
অভিযানের সময় চিকিৎসকের সনদ চাইলে তা তিনি দেখাতে ব্যর্থ হয়েছেন।