গাজীপুর অনলাইন: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিল্পী বেগম (২৫) নামের এক নারী ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
আজ ১১ আগস্ট মঙ্গলবার বেলা ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সের বর্হিঃবিভাগ থেকে রোগীরা তাকে আটক করেন। পরে কালীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
জানা যায়, হাসপাতালের বর্হিঃবিভাগে ডাক্তার দেখাতে আসা নারী রোগীরা লাইনে দাঁড়ায়। শিল্পী বেগমও ডাক্তার দেখানোর অজুহাতে লাইনে দাঁড়ায়। এসময় আমেনা বেগম নামের এক রোগীর গলায় থাকা এক ভরি ওজনের একটি সোনার চেইন ছিড়ে নিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। আমেনা বেগম চিৎকার করলে অন্য রোগীরা শিল্পীকে আটক করেন। পরে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম তাকে থানায় নিয়ে যায়।
শিল্পী বেগম বাহ্মনবাড়ীয়া জেলার সরাইল উপজেলার বোতরবাড়ী গ্রামের আহম্মেদ আলীর স্ত্রী। এ ব্যাপারে আমেনা বেগম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।