গাজীপুর অনলাইনঃ শোকাবহ ১৫ আগস্ট জন্মদিন পালন না করার জন্য খালেদা জিয়ার প্রতি আহবান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ।
তিনি আজ রোববার দুপুরে গাজীপুরে শহীদ বঙ্গতাজ অডিটরিয়ামে ‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের’ চেক বিতরণ ও হেলথ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর প্রতি না হোক ছোট্ট শিশু রাসেলের প্রতি ভালবাসা দেখিয়ে আপনি আপনার যে ভুল জন্মদিন তৈরি করেছেন, সেই দিনটিকে পালন করবেন না’।
নারীকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, উন্নত দেশে কিন্তু নারীরা পিছিয়ে নেই। লেখাপড়ার সুযোগ পেলে নারীরা ছেলেদের চেয়ে কোনো অংশে কম নয়।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশীদ, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরন, সিভিল সার্জন ডা. আলী হায়দার খান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান ও শাহানাজ আক্তার।