মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আ
ক ম মোজাম্মেল হকের উপস্থিতিতে আজ শুক্রবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে
ওয়ার্ড আওয়ামী লীগের নেতাদের হাতে গরুগুলো তুলে দেয়া হয়।
পরে মহানগর আওয়ামী লীগের আয়োজনে শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আপনার স্বামী বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিলেন। আপনার ছেলে তারেক রহমান ২০০৪ সালে গ্রেনেড হামলার সঙ্গে জড়িত এবং আপনি জামায়াতে ইসলামীর অঘোষিত আমির। সরকারের কোনো কর্মকাণ্ডকে বিভ্রান্ত করতে চাইলে এর জবাব জনগণ বিগত দিনে দিয়েছে, ভবিষ্যতেও দেবে।’
এ সময় মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান বলেন, ‘চাঁদাবাজির খবর এলে কেউ ছাড় পাবে না। দলের ভাবমূর্তি ক্ষুন্ন করতে কারা চাঁদাবাজি করে তা আমাদের অনুমান করা আছে। আমরা জানি তারা দলের কেউ নয়।’
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘শোক দিবসকে পুঁজি করে কেউ যেন চাঁদাবাজি করতে না পারে সেজন্যই মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ৫৭টি ওয়ার্ডে ৯৮টি গরু বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার চেষ্টা করা হবে। মহানগরের কোনো জায়গায় চাঁদাবাজির খবর পেলে দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেব।’
অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক গাজীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়াসহ দলীয় নেতাকর্মীরা।
এদিকে, জতীয় শোক দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগ মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। এ লক্ষ্যে মহানগরের বিভিন্ন ওয়ার্ডে ৯৮টি গরু বিতরণ করা হয়েছে। যার মূল্য প্রায় কোটি টাকা।
আগামীকাল শনিবার এ গরুগুলো দিয়ে কাঙ্গালি ভোজের আয়োজন করা হবে।
আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আপনার স্বামী বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিলেন। আপনার ছেলে তারেক রহমান ২০০৪ সালে গ্রেনেড হামলার সঙ্গে জড়িত এবং আপনি জামায়াতে ইসলামীর অঘোষিত আমির। সরকারের কোনো কর্মকাণ্ডকে বিভ্রান্ত করতে চাইলে এর জবাব জনগণ বিগত দিনে দিয়েছে, ভবিষ্যতেও দেবে।’
এ সময় মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান বলেন, ‘চাঁদাবাজির খবর এলে কেউ ছাড় পাবে না। দলের ভাবমূর্তি ক্ষুন্ন করতে কারা চাঁদাবাজি করে তা আমাদের অনুমান করা আছে। আমরা জানি তারা দলের কেউ নয়।’
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘শোক দিবসকে পুঁজি করে কেউ যেন চাঁদাবাজি করতে না পারে সেজন্যই মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ৫৭টি ওয়ার্ডে ৯৮টি গরু বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার চেষ্টা করা হবে। মহানগরের কোনো জায়গায় চাঁদাবাজির খবর পেলে দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেব।’
অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক গাজীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়াসহ দলীয় নেতাকর্মীরা।
এদিকে, জতীয় শোক দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগ মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। এ লক্ষ্যে মহানগরের বিভিন্ন ওয়ার্ডে ৯৮টি গরু বিতরণ করা হয়েছে। যার মূল্য প্রায় কোটি টাকা।
আগামীকাল শনিবার এ গরুগুলো দিয়ে কাঙ্গালি ভোজের আয়োজন করা হবে।