গাজীপুর অনলাইন: বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাজীপুর মহানগর শাখার নতুন আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ আগস্ট সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুর শহরের ট্রাস্ট কমিউনিটি সেন্টারে ওই অনুষ্ঠান হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাজীপুর মহানগরী শাখার আহবায়ক মোঃ কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল।
যুগ্ম আহবায়ক সুমন আহমেদ শান্তর ও আলমগীর হোসেন যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আওয়ামী যুবলীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি ও অপর সাংগঠনিক সম্পাদক আলহাজ আজহার উদ্দিন, গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও গাজীপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মান্ডল, গাজীপুর জেলা বারের সাবেক সভাপতি এড.ওয়াজ উদ্দিন মিয়া প্রমুখ।
পরে প্রধান অতিথি নবগঠিত মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির নেতাদের পরিচয় করিয়ে দেন। ৩০ জুলাই কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ ২১ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটি অনুমোদন প্রদান করেন।