গাজীপুর অনলাইনঃ ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কিছু না লিখতে ব্লগারদের আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
রোববার বিকেলে পুলিশে সদর দফতরে আয়োজিত এক ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি। ব্লগারদের উদ্দেশ্যে এ কে এম শহীদুল হক বলেন, ব্লগে লিখুন কোনো সমস্যা নেই। কিন্তু ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কিছু লিখবেন না।
‘একই সঙ্গে যারা এধরনের হত্যাকা- ঘটাচ্ছেন-আপনাদের বলছি, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া কোনো লেখা দেখলে আপনারা থানায় মামলা করুন। অভিযোগ প্রমাণ হলে জড়িতদের গ্রেফতার করবে পুলিশ।’
এ ঘটনায় আইনে ১৪ বছর পর্যন্ত দন্ড হওয়ার বিধান রয়েছে বলেও জানান তিনি।
নিলয় হত্যাকা-ের বিষয়ে একেএম শহীদুল হক বলেন, এ হত্যাকান্ডর তদন্ত চলছে। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে খুনিদের ধরতে কাজ করছি আমরা।
‘এরই মধ্যে তদন্ত কাজে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। আশা করছি দ্রতই জড়িতদের আমরা ধরতে পারবো।’
এ সময় অন্যান্য ব্লগার হত্যাকান্ডর মামলার অগ্রগতি নিয়েও কথা বলেন তিনি।
দেশের বিভিন্ন এলাকায় নির্যাতন করে শিশুহত্যার বিষয়ে আইজিপি বলেন, শিশু হত্যাকা-ে জড়িতরা পেশাদার খুনি নয়। ব্যক্তিগত কিংবা মনস্তাত্বিক কারণে তাদের হত্যা করা হয়েছে।
জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে পুলিশ প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।
এসময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ, অতিরিক্ত পুলিশ-মহাপরিদর্শক (এআইজিপি) জাভেদ পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।