গাজীপুর অনলাইন/ডেস্ক: ভারতের সাবেক পর্ণোস্টার সানি লিওনকে মনে মনে পছন্দ করলেও সরাসরি কেউ বলেনা। কিন্তু নিজের ফেসবুকে তার নাম ই দিয়েছেন বাংলার সানি লিওন। পাঠক বেশি ভাব্বেননা যার কথা বলছি তিনি আর কেউ নন আমাদের দেশের একজন বিতর্কিত মডেল জ্যাকুলিন মিথিলা। ছবিতে খোলামেলা উপস্থাপনে আপত্তিও নেই নতুন আবেদনময়ী মডেল জ্যাকুলিন মিথিলার।
তবে নতুন খবর হলো, সম্প্রতি তিনি একটি নতুন আইটেম গান ও মিউজিক ভিডিও তে চুক্তিবদ্ধ হয়েছেন। নতুন এই আইটেম গানটিতে রয়েছে চমক। আজ ১৬ আগষ্ট তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘ফাইনালি আরো একটি চলচ্চিত্রের আইটেম গানের জন্য চুক্তিবদ্ধ হলাম’। এছাড়াও তিনি গত ১২ আগষ্ট ইউসিএল কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হন একটি মিউজিক ভিডিওর জন্য।
যদিও এখনও তার একটি গানের ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয়নি। তবে সূত্র জানায়, খুব শিগগরিই নাকি প্রকাশ পাবে তার সদ্য করা নতুন একটি মিউজিক ভিডিও। এখন শুধু তার ভক্তদের অপেক্ষায় থাকতে হবে।
বলিউডের জ্যাকুলিন ফারনান্দেজ এবং সানি লিওনকে আইডল মানেন মিথিলা। তাদের অভিনয় দেখে মুগ্ধ এই মডেল নিজেকে ভবিষ্যতে একজন সম্পূর্ন অভিনেত্রী হিসেবে দেখতে চান।
বলিউডের বিতর্কিত অভিনেত্রী সানি লিওন। তাকে গোপনে কেউ কেউ অনুকরণ করলেও সেটা কখনোই প্রকাশ কেউ করেননি। কিন্তু তা প্রকাশ করেছেন ‘জ্যাকুলিন মিথিলা’। অবশ্য মুখে না বললেও তিনি তার ফেসবুকে সানি লিওনকে অনুকরন করে বেশ কিছু ছবি আপলোড করেছেন।
শুধু যে খোলামেলা ফটোশুট করে বির্তকিত হয়েছেন, তা কিন্তু নয়। ফেসবুকে তার একটি আবেদনময়ী মোবাইল ভিডিও দিয়েও চলে আসেন বির্তকে। এখন দেখা যাক, জ্যাকুলিন মিথিলা’র ভক্তদের জন্য কি অপেক্ষা করছে।