গাজীপুর অনলাইন: গাজীপুরের কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহের নেতৃত্বে গতকাল রোববার রাতে পরিচালিত বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত, ফেরারী ও মোটর সাইকেল আসামী সহ ৯ জনকে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া মানবপাচার মামলার রিমান্ড ফেরত আসামী সহ ১০ জনকে আজ সোমবার সকালে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামীরা হলো, উপজেলার রায়েদ ইউনিয়নের চৌড়াপাড়া গ্রামের সাহেব আলীর পুত্র জাকির হোসেন, তরগাঁও ইউনিয়নের দিঘধা গ্রামের আব্দুল বারেকের পুত্র আবুল হাসেম, রায়েদ ইউনিয়নের দরদরিয়া গ্রামের ইব্রাহীমের পুত্র সোহরাব হোসেন, একই গ্রামের রফিজ উদ্দিনের পুত্র পাশান। বিভিন্ন মামলার ফেরারী আসামীরা হলো, তরগাঁও ইউনিয়নের মৈশন গ্রামের সফিউদ্দিনের পুত্র জসিম উদ্দিন ও আ. রশিদ, একই গ্রামের তমিজ উদ্দিনের পুত্র মামুন। মোটর সাইকেল চোর চক্রের হোতা উপজেলার সন্মানিয়া ইউনিয়নের দক্ষিনগাঁও গ্রামের গনি মিয়ার পুত্র সবুজ ও নেত্রকোণা জেলার সন্যাসী পাড়ার রুস্তম মিয়ার পুত্র আজিজ মোল্লা। এছাড়া মানবপাচারকারী চক্রের হোতা ও রিমান্ড ফেরত আসামী উপজেলার টোক ইউনিয়নের উলুসারা গ্রামের সেলিম মিয়ার স্ত্রী রোজিনা আক্তার (৩৫) কে আজ সোমবার সকালে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ্ জানান, পুলিশের বিশেষ গোয়েন্দা তথ্য ও গোপণ সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার এবং আদালতে প্রেরণ করা হয়েছে।