গাজীপুর অনলাইনঃ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন শিক্ষকদের পেশাদারিত্বের মনোভাব নিয়ে কর্তব্য পালন করতে হবে। শিক্ষকদের কর্তব্য ও দায়িত্ব পালনে পেশাদারিত্ব সুনিশ্চিত করতে না পারলে আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করা কঠিন হয়ে দাঁড়াবে। শিক্ষকতার মহান পেশায় নিয়োজিত থেকেও কেঊ কেঊ কর্তব্য পালনে অবহেলা করেন যা আদৌ সমীচীন নয়।
তিনি আরো বলেন সফল শিক্ষক হতে হলে পেশাদারিত্বের মনোভাব নিয়ে প্রতিদিন কর্তব্য সুচারুভাবে পালন করতে হবে - যার কোনো বিকল্প নেই। শিক্ষার এমন অনুসরণযোগ্য পরিবেশ সৃষ্টি করতে পারলে কাজী আজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজকে সরকারিকরণে কোনো সমস্যা থাকবে না। এ ব্যাপারে তার সমর্থন ও সক্রিয় সহযোগিতা থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।
বৃহস্পতিবার গাজীপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কাজী আজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের চারতলা ভিতবিশিষ্ট নবনির্মিত শহীদ আহসান উল্লাহ মাস্টার একাডেমিক ভবন এর শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম মোস্তফা কামাল, অধ্যাপক মোহাম্মদ আয়েশ উদ্দিন, অধ্যাপক ফেরদৌসী মাহমুদা, গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ -সভাপতি মো. সফরউদ্দিন খান, গাজীপুর শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. ওয়াজ উদ্দিন মিয়া, গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহ মন্ডল, গাজীপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিজউদ্দিন রফিজ, গাজীপুর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, বিএমএ, গাজীপুরের সভাপতি ডা. আমির হোসাইন রাহাত, গাজীপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এডভোকেট মো. আমানত হোসেন খান প্রমুখ।
গাজীপুরের ঐতিহ্যবাহী কাজী আজিমউদ্দিন কলেজকে সরকারের নতুন নিয়ম অনুযায়ী সরকারিকরণের দাবি উত্থাপন করেন বক্তরা তাদের বক্তব্যে। ওই কলেজের শিক্ষক শরিফুল ইসলাম স্বাগত বক্তব্যে সরকারিকরণের তাৎপর্য তুলে ধরে কাজী আজিমউদ্দিন কলেজকে সরকারিকরণে প্রধান অতিথির ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভার পরে কাজী আজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের চারতলা ভিতবিশিষ্ট দেড় কোটি টাকায় নির্মিত আইসিটি নির্ভর শহীদ আহসান উল্লাহ মাস্টার একাডেমিক ভবন এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর ড. মো. আলতাফ হোসেন।
উল্লেখ্য, কাজী আজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মো. জাহিদ আহসান রাসেল এমপি।