গাজীপুর অনলাইনঃ গাজীপুরের শ্রীপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় এক স্কুল ছাত্রীর গাল ও হাতের রগ কেটে দিয়েছে বখাটে যুবক।
আহত ছাত্রীর নাম লাবণী আক্তার (১৩)। সে শ্রীপুর উপজেলার বরমী পাঠানটেক এলাকার সিএনজি স্কুটার চালক রিপন মিয়ার মেয়ে ও স্থানীয় বরমী আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী।
আহতের মা রোকেয়া বেগম ও এলাকাবাসি জানায়, শ্রীপুর উপজেলার পার্শ্ববর্তী বেলদিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে সুজন মিয়া (২০) গত প্রায় এক মাস যাবত লাবণীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। লাবণী ওই প্রস্তাব প্রত্যাক্ষাণ করে। এতে সুজন ক্ষুব্ধ হয়।
শনিবার রাতে বাবা-মা বাড়িতে না থাকায় লাবনী তার খালাতো বোন রিমাকে নিয়ে বাড়িতে একসঙ্গে ঘুমিয়ে পড়ে। এ সুযোগে ওই রাতে সুজন দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে লাবণীর দুই গাল ও হাতের রগ কেটে ফেলে এবং শরীরের বিভিন্নস্থানে আঘাত করে। এতে লাবনী গুরুতর আহত হয়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সুজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা লাবণীকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ঘটনার রাতে লাবনীর মা রোকেয়া তার অসুস্থ্য বোনকে দেখার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যায় এবং সিএনজি স্কুটার চালক তার বাবা বাড়ির বাইরে ছিল।
এ ব্যাপারে শ্রীপুর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, রবিবার বিকেলে ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে অভিযুক্ত যুবককে আটক করা সম্ভব হয়নি।
রবিবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।