গাজীপুর অনলাইনঃ গাজীপুর মহানগরীর মৌচাক মোড়ে আজ মঙ্গলবার দুপুর ১:৫০ মিনিটে পলাশ পরিবহনের ২টি বাস ভাংচুর করে স্কাউটের সদস্যরা।
এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায় নি। ঘটনার পর ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিল।
ঘটনার বিবরণীতে জানা যায়, আজ মঙ্গলবার দুপুরে গাজীপুরের আনসার একাডেমীর সামনে কিছু স্কাউট অপেক্ষা করছিল বাসের জন্য। ওই সময় পলাশ পরিবহনের একটি বাসকে দেখতে পেয়ে তারা হাত দিয়ে বাসটিকে থামতে ইশারা করলে বাসটি না থেমে সেখান থেকে আরও দ্রুতবেগে চলে যায়। এতে স্কাউটের সদস্যরা ক্ষিপ্ত হয়ে একটি টেম্পু ভাড়া করে পলাশ পরিবহনটির পিছু নিয়ে মৌচাক মোড় পর্যন্ত গিয়ে বাসটিকে থামাতে সক্ষম হয়। এ সময় ২০-৩০ জনের স্কাউটের একটি দল পলাশ পরিবহনের ওই বাসটি সহ পাশে অপেক্ষমান অপর একটি পলাশ পরিবহণ ভাংচুর করে। পরে ওই স্থানে পুলিশ গিয়ে স্কাউটের সদস্যদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় কাউকে আটকের খবর পাওয়া যায় নি।