গাজীপুর অনলাইনঃ নিষেধাজ্ঞা উপেক্ষা করে গাজীপুরের মহাসড়কগুলোতে বড় গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে চলছে তিন চাকার যানবাহন। মহাসড়কগুলোর আগের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তবে পাশাপাশি মহাসড়কে অটোরিকশা তথা তিন চাকার যানবাহন বন্ধের প্রতিবাদে বিক্ষোভও করেছেন চালকরা।
রবিবার ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলা, কালিয়াকৈর, কালীগঞ্জে অন্যদিনের মতোই স্বাভাবিকভাবে বড় যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা ও লেগুনা।
এদিকে মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
টঙ্গীর চেরাগ আলী থেকে রবিবার সকালে কয়েকশ সিএনজি অটরিকশাসহ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এ সময় মহাসড়কে এলোপাতাড়ি থ্রি-হুইলার রাখায় যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।
এ ছাড়া শ্রীপুর উপজেলার মাওনা, জৈনাবাজার, নয়নপুর, এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।
মহাসড়কের চন্দ্রা, সফিপুর, কোনাবাড়ী, চান্দনা ও টঙ্গী এলাকায় বহালতবিয়তে রয়েছে এসব যানবাহনের অবৈধ স্ট্যান্ড। মহাসড়কে এসব গাড়ি চলাচল বন্ধ রাখতে কোথাও চোখে পড়েনি প্রশাসনিক তৎপরতা।
গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না পাওয়া পরযন্ত মহাসড়কে অটোরিকশা চলতে দেওয়া হবে না।’
দেশের সব মহাসড়কে ১ আগস্ট থেকে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা এবং লেগুনা চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সড়ক পরিবহন ও সেতু বিভাগ মন্ত্রণালয়।