গাজীপুর অনলাইনঃ গাজীপুরের টঙ্গীতে স্বামী তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করে দাফনের জন্য কাফনের কাপড় কেনার কথা বলে টাকা তুলে পালানোর সময় পুলিশ তাকে গ্রেফতার করেছে। বুধবার টঙ্গীর দক্ষিণ আউচপাড়া বেঙ্গলের মাঠ বস্তিতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মৌসুমী আক্তার (২২)। তিনি পঞ্চগড় সদরের আমলাহার গ্রামের মনজুর হকের মেয়ে।
ঘাতক স্বামী আনিসুর রহমান (৩২) দিনাজপুরের ফুলবাড়িয়া থানার উত্তর কৃষ্ণপুর গ্রামের আনসার আলীর ছেলে।
পুলিশ ও বস্তিবাসী সূত্রে জানা যায়, আনিসুর দম্পতি টঙ্গীর বেঙ্গলের মাঠ বস্তির সিরাজের বাড়িতে ভাড়া থাকতেন। আনিছ একেক সময় একেক কাজ করে সংসার চালাতেন। আগে আনিস আরো কয়েকটি বিয়ে করে। সম্প্রতি মৌসুমী এ খবর জানার পর এ নিয়ে তাদের মধ্যে কলহ চলছিল।
এরই জেরে বুধবার সকালে উভয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আনিছুর বটি দিয়ে মৌসুমীর মাথায় ও গলায় এলোপাতাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই মৌসুমীর মৃত্যু হয়। পরে আনিস মৌসুমীর লাশ ঘরে কাপড় দিয়ে ঢেকে রেখে বাইরের দিক থেকে দরজা বন্ধ করে দেন এবং লাশ দাফনের জন্য কাফনের সাহায্য তুলতে বেরিয়ে যান।
এদিকে বস্তির অন্য লোকজন ঘরে গিয়ে মৌসুমীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে ওই লাশ উদ্ধার করে। টের পেয়ে আনিস পালানোর সময় পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে তল্লাশি করে প্রায় দেড় হাজার টাকা জব্দ করে পুলিশ।
টঙ্গী মডেল থানার মোহাম্মদ আলী জানান, নিহতের মাথা ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ১০ টাকা ও ৫ টাকার নোট মিলিয়ে প্রায় দেড় হাজার টাকা এবং হত্যাকা-ে ব্যবহৃত বটি দা জব্দ করা হয়।