গাজীপুর অনলাইনঃ গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন হোতাপাড়া, রাজেন্দ্রপুর ও বাঘের বাজার এলাকায় নগ্ননৃত্য, মাদকদ্রব্য ও জুয়ার আসর কি কি অনুমতি নিয়ে চলছে, তথ্য অধিকার আইনে তা জনতে চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন পত্র দেওয়া হয়েছে।
গাজীপুর নাগরিক কমিটির সভাপতি জুলীয়াস চৌধুরী গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় আবেদন পত্রটি জমা দেন।
দীর্ঘদিন যাবৎ জেলার জয়দেবপুর থানাধীন হোতাপাড়া, রাজেন্দ্রপুর ও বাঘের বাজার এলাকায় প্রকাশ্যে দিনে-রাতে সমানতালে জমজমাট নগ্ননৃত্য, মাদকদ্রব্য ও জুয়া চলছে। সেখানে বিপুল পরিমাণ জাল টাকার হাতবদল হয় বলে অভিযোগ রয়েছে।
ইতিপূর্বে জেলা প্রশাসন ওইসব আসর উচ্ছেদ করেন আবার উচ্ছেদ করতে গিয়ে কয়েকবার ফিরে আসেন বলে জানা গেছে। ফলে বাংলাদেশের সংবিধানের মাধ্যমে নিষিদ্ধ ওইসব অবৈধ বিষয় এক প্রকার বৈধতা পেয়ে জেঁকে বসেছে।
নগ্ননৃত্য, মাদকদ্রব্য ও জুয়ার আসর চালানোর জন্য হাই কোর্টের অনুমতি রয়েছে বলে আয়োজকরা প্রচার দিয়ে থাকেন। প্রকৃতপক্ষে আইনতঃ নিষিদ্ধ এসব বিষয়ের কোনই অনুমতি হতে পারে না। জেলা প্রশাসনের কাছ থেকে আবেদন পত্রের জবাব পেলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী আইনগত উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আবেদনকারী জুলীয়াস চৌধুরী।