গাজীপুর অনলাইন/স্পোর্টস ডেস্ক: বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ বনাম পাকিস্তানের নিজেদের প্রথম ম্যাচে অলরাউন্ডার শহীদ আফ্রিদির বিশ্বরেকর্ড করার আগেই আগুণ ধরে দেন টাইগার মাহমুদুল্লাহ রিয়াদ। এদিন পাকিস্তানের এই অধিনায়কের সামনে একটি দারুণ সুযোগ ছিল টি-টোয়েন্টিতে দ্রুততম হাফসেঞ্চুরি করার। কিন্তু আর হলো না। মাত্র ১ রানের জন্য জন্য রেকর্ড হাতছাড়া হয়ে যায় আফ্রিদির।
বুধবার কলকাতায় বাংলাদেশের বিরুদ্ধে যেন কিছু করার জন্য সবকিছু জমিয়ে রেখেছিলেন আফ্রিদি। তিনি ১৯ বলে ৪৯ রানের এক ইনিংস খেলে বাংলাদেশের সামনে রানের পাহাড় গড়ে দিয়েছেন। তবে এই ইনিংস তাকে কিছুটা কষ্টও দেবে।
ছোট্ট একটি ভুলের জন্য আউট হন আফ্রিদি। তাসকিন আহমেদের বলে তার ফ্লিক ডিপ স্কোয়ার লেগে ফিল্ডার মাহমুদুল্লাহর হাতে জমা পড়ে। ওই ১ রান নিতে পারলে তিনি টি২০ ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ডটি গড়ে নিতে পারতেন।