গাজীপুর অনলাইন: শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মাস্টারের খুনিদের ফাঁসির রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজ ১২তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।
গাজীপুর মহানগরীর হায়দরাবাদ গ্রামে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনা ও স্মরণ সভায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, বিএনপি-জামায়াত জোট আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করে ভেবেছিল গাজীপুর থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেবে। কিন্তু তারা তা পারেনি এবং আর কোনদিন পারবেও না।
আহসান উল্লাহ মাস্টারের ছেলে জাহিদ আহসান রাসেল এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন এমপি, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহবুবুর রহমান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান খান কিরণ, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহ্মুদ ও সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
আলোচনা সভায় এডভোকেট সাহারা খাতুন বলেন, শহীদ আহসান উল্লাহ মাস্টার শোষিত বঞ্চিত গণ মানুষের নেতা ছিলেন। একজন নির্লোভ বীরমুক্তিযোদ্ধা, একজন আদর্শবান শিক্ষক, সুবিধা বঞ্চিত মানুষের ঠিকানা ছিলেন আহসান উল্লাহ মাস্টার।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী বলেন, গণমানুষের নেতা মাস্টার সাহেব অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন এক সাহসী সৈনিক। তিনি নেতা-কর্মীদের সব সময় আগলে রেখেছেন।
আজ সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের হাজার হাজার নেতাকর্মী শহীদ আহ্সান উল্লাহ মাস্টারের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এছাড়া টঙ্গী নোয়াগাঁও এমএ মজিদ মিঞা উচ্চবিদ্যালয় মাঠে আজ বিকালে অপর এক সভায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাউছার, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি, টঙ্গী থানা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ফজলুল হক, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ মতিউর রহমান মতি প্রমুখ।