গাজীপুর অনলাইন/এডিটর ডেস্ক : চন্দ্রা-নবীনগর মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষে অজ্ঞাতনামা দুই জন নিহত হয়েছেন। এ ছাড়া ঘটনায় কমপক্ষে আরও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।এদের মধ্যে ৩জনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (৩০ মে) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়াহচ্ছে। ঘটনার জেরে কালিয়াকৈর-নবীনগর মহাসড়কের একপার্শ্বে যানচলাচল বন্ধ হয়ে যায়।
জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো. হারুন অর রশিদ জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস অপর একটি ট্রাকের পিছন দিকে ধাক্কা দিলে বাসের সম্মুখভাগসহ এক পার্শ্ব ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলে মারা যায় দুইজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, আহত ও নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লাশ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করেছে পুলিশ।