গাজীপুর অনলাইন: বাংলাদেশে গুগল'র কোনো অফিস নেই। কেবল কমিউনিটি হিসেবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে উন্নয়ন মূলক কাজ করে দেশের প্রযুক্তি প্রাণ কিছু তরুণ। কিন্তু মানুষে এই অজ্ঞতার সুযোগ নিয়ে দেশের শীর্ষস্থানীয় চাকরির পোর্টাল বিডিজবস-এ বিজ্ঞাপন দিয়ে কিংবা অফিসে অফিসে গিয়ে গুগল ম্যাপে প্রতিষ্ঠানকে যুক্ত করার অফার দিয়ে প্রতারণা করছে একটি চক্র।
ব্র্যান্ডভিশন করপোরেশন, এজফ্রা আইটি করপোরেশন ইত্যাদি নামে ৮৬ ডলার ও ৪৩ ডলারের দুইটি প্যাকেজে বিনামূল্যের এই সেবা বিক্রি করছে চক্রটি।
এ বিষয়ে ম্যাপিং বাংলাদেশ কমিউনিটির গুগল ম্যাপ মেকারের চিফ এক্সিকিউটিভ ম্যানেজার হাসান শাহেদ জানান, পাঁচ মাস আগে গুগলের কর্মকতা পরিচয়ে তানভির আহমেদ নামে এক ব্যক্তি আমার পল্টনের অফিসে এসে গুগল ম্যাপে ঠিকানা যুক্ত করে দেবেন বলে টাকা দাবি করেন। আমি নিজের পরিচয় গোপন করে এই চক্রের সঙ্গে আলাপ চালিয়ে জানতে পারি অল ব্র্যান্ডভিশনের প্রধান নিবার্হী নুরুল ইসলাম কয়েকজনকে নিয়ে এই ব্যবসায় ফেঁদেছেন।এভাবে বোকা বানানো কী ঠিক এমন প্রশ্নের জবাবে নুরুল ইসলা এ কাজে টাকা না নেয়ার প্রতিশ্রুতি দেন। তিনি পরবর্তীতে ব্যবসাটি ছেড়ে দিলেও তার ওখানে মার্কেটিং-এ কর্মরত কেউ কেউ এই প্রতারণা চালিয়ে যাচ্ছে।একই গুগল ডেভেলপার গ্রুপ কমিউনিটির উপদেষ্টা আরিফ নিজামী জানান, ‘‘গুগল ম্যাপে সম্পূর্ণ বিনামূল্যে যেকোনো প্রতিষ্ঠানের ঠিকানা যুক্ত করা যায়। এর জন্য কোনো অর্থের প্রয়োজন হয় না। আর বাংলাদেশে গুগলের কোনো অফিস না থাকায় এই প্রতারকদের বিরুদ্ধে আমাদের কিছুই করার নেই।