গাজীপুর অনলাইন: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রাস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু হাই স্কুল সরকারিকরণ করায় স্কুলের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
১২ মে বৃহস্পতিবার দুপুরে স্কুলের ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থীরা র্যালী ও আনন্দ মিছিলে অংশগ্রহণ করে।
র্যালী ও আনন্দ মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় প্রদক্ষিণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু হাই স্কুল চত্বরে এসে শেষ হয়। এসময় স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকগণ আনন্দ উল্লাসে মেতে উঠে। শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এসময় জাতির পিতা বঙ্গবন্ধু হাই স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস জাতির পিতা বঙ্গবন্ধু হাই স্কুলকে সরকারিকরন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আ.ক.ম মোজাম্মেল হক এবং পরিচালনা কমিটিসহ সকলকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু হাই স্কুল ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু হাই স্কুল ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়।