গাজীপুর অনলাইন: গাজীপুরের কাপাসিয়ায় বজ্রপাতে এক ক্ষেতমজুর ও এক গৃহবধূ মারা গেছেন। এদিকে বজ্রপাতে শ্রীপুরে দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সাতানা গ্রামের সানাউল্লাহ বেপারীর ছেলে আব্দুস সাত্তার (৩০) এবং কাপাসিয়ার সিঙ্গুয়া গ্রামের কাজল মিয়ার স্ত্রী রবিনা (৩৬), আহতরা হলেন, রাজিয়া (৩৫), নিজাম উদ্দিনের মেয়ে মনি (১২)।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক মো. শাহজাহান জানান, আব্দুস সাত্তার উত্তর খামের গ্রামের আব্দুর রশীদের জমিতে ধান কাটছিল। অপরদিকে, গৃহবধূ রুবিনা মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে আহত হন। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। নিহতদের স্বজনেরা লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছে।