গাজীপুর অনলাইন: গাজীপুর সদর উপজেলার কৃষকদের ৮০ হাজার গবাদি পশুকে বিনামূল্যে কৃমি ও এনথ্রাক্স রোগ প্রতিরোধক টীকা দান কর্মসূচি মঙ্গলবার হতে শুরু করেছে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর।
গাজীপুর সদর উপজেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন গ্রামে ৮০টি ক্যাম্পের মাধ্যমে এ কর্মসূচী নেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের সরকারপাড়া গ্রামে এক হাজার ২’শ গরুকে টীকা প্রদানের মধ্য দিয়ে মাসব্যাপী এ কর্মসূচীর উদ্বোধন করেন গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ অখিল চন্দ্র, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফ উদ্দিন এবং পিরুজালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুল্লাহ সরকার মঞ্জু উপস্থিত ছিলেন।