গাজীপুর অনলাইন: গাজীপুরে বৃহস্পতিবার এক বিকাশ কর্মীকে গুলি করে চার লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে দুবৃত্তরা। গুলিবিদ্ধ গুরুতর আহত বিকাশ কর্মী তাজমীর আহমদকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসি ও অপর বিকাশ কর্মীরা জানান, আজ বৃহস্পতিবার দুপুরে বিকাশকর্মী তাজমীর, রনি ও আরমান গাজীপুরের কালীগঞ্জ উপজেলা, গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলসহ বিভিন্ন দোকান থেকে বিকাশের টাকা সংগ্রহ করে ট্রাস্ট ব্যাংকের মহানগরের মীরেরবাজার শাখায় জমা দেয়ার জন্য যাচ্ছিল। বেলা ৩টার দিকে মীরেরবাজার এলাকায় পৌঁছলে ৩ মোটরসাইকেলে আসা ৬ দুর্বৃত্ত তাদের ঘোরও করে পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
এসময় তাজমীর টাকার ব্যাগ নিয়ে দৌড়ে পালাতে গেলে দুর্বৃত্তরা তাকে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এতে তাজমীর উরুতে এবং হাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে এলাকাবাসির সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তাহমিরের সহকর্মীরা জানান, ছিনতাইকারীরা তাদের কাছ থেকে ৪ লাখ ১৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঢাকা বাইপাস সড়ক দিয়ে জয়দেবপুর চৌরাস্তার দিকে চলে যায়।
জয়দেবপুর থানার পূবাইল ক্যাম্পের ইনচার্জ এস আই মোবারক হোসেন জানান, ছিনতাইকারীদের গুলিতে এক বিকাশকর্মী হাতে ও উরুতে গুলিবিদ্ধ হলেও টাকা নিতে পারেনি। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।