গাজীপুর অনলাইন: পণ্য ও সেবা বিক্রির ওপর ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর আদায়ের পরিকল্পনা নতুন অর্থবছর থেকে শুরু করার চিন্তা করলেও তা এক বছর পিছিয়ে দিয়েছে সরকার।
২০১২ সালের ‘মূসক ও সম্পূরক শুল্ক আইন’ কার্যকর করে আগামী ১ জুলাই থেকে ওই ভ্যাট আদায়ের পরিকল্পনা করা হলেও তা এখন ২০১৭ সালের ১ জুলাই থেকে কার্যকরের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকার বাজেট উপস্থাপন করে অর্থমন্ত্রী এই ঘোষণা দেন।
মুহিত তার বাজেট বক্তৃতায় বলেন, মূল সংযোজন কর আইনটি অনেক পরীক্ষা নিরীক্ষার পর ২০১২ সালে গৃহীত হয়। নতুন ব্যবস্থায় উৎপাদন প্রক্রিয়ার প্রতি স্তরে মূল্য সংযোজন কর প্রযোজ্য করার স্বার্থে উৎপাদনকারী ও সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের নিম্ন পর্যায়ের যথাযথ হিসাব রাখার ব্যবস্থাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
“দুর্ভাগ্যবশত দেখা যাচ্ছে যে, এজন্য প্রস্তুতি এখন পর্যন্ত যথাযথ নয়। এ পরিপ্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, ২০১২ সালে প্রণীত মূল্য সংযোজন কর আইন ২০১৬-১৭ অর্থবছরেও পুরাপুরি কার্যকর হবে না। এটি জুলাই ২০১৭ সাল থেকে পুরোপুরি কার্যকর হবে।
অর্থমন্ত্রী বলেন, ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীরা আগের নিয়মেই ভ্যাট দেবেন। তবে সিম কার্ড ব্যবহারে দুই শতাংশ সম্পূরক শুল্ক বাড়ছে।
এর আগে চলতি বছরের ১ জুলাই থেকে ভ্যাট আইন-২০১২ কার্যকর হওয়ার কথা ছিল। এই আইন কার্যকর হলে প্রতি লেনদেনের বিপরীতে ব্যবসায়ীদের ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হবে। আইন কার্যকরের আগে ব্যবসায়ীরা পণ্য বিক্রির ওপর নির্দিষ্ট হারে প্যাকেজ ভ্যাট দিত।
এই আইনটি কার্যকরের প্রতিবাদে সম্প্রতি এক ঘণ্টা দোকান বন্ধ করে কর্মবিরতি ও মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।