গাজীপুর অনলাইন: গাজীপুরের চিত্রপরিচালক মিজানুর রহমান শামিম পরিচালিত ‘ফাঁসির আসামী’ চলচ্চিত্রের শুভ মহরত অনুষ্ঠিত হয়ে গেল। বুধবার বেলা ১২টায় রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং হাউজে ছবির মহরত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, অভিনেতা রুবেল, শাহরিয়াজ ও রাকা বিশ্বাস।
ছবির গল্প নিয়ে পরিচালক শামিম বলেন, একজন 'ফাঁসির আসামী'র জীবন নিয়ে আমার এই ছবির গল্প। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। তাহলে দর্শকদের কাছে আগ্রটা কমে যায়। আমি আশা করি দর্শকদের কাছে ছবিটি ভালো লাগবে।
![]() |
চিত্রপরিচালক মিজানুর রহমান শামিম |
অভিনেত্রী রাকা বিশ্বাস বলেন, এটা আমার তৃতীয় চলচ্চিত্রের কাজ। এই কাজটি আমি ভালোভাবে সম্পন্ন করতে চাই। কেন না এখনো আমার কোনো ছবি মুক্তি পায় নি। আর ক্যারিয়ারের শুরু যেহেতু সেহেতু অভিনয়ের দিকে মনোযোগ দিতে হবে।
আজ ১ তারিখ শুভ মহরতের মাধ্যমে শুটিং শুরু হয়েছে। হাতিরঝিলের প্রিয়াঙ্কা শুটিং হাউজেই প্রথম লটে টানা ১৫ থেকে ২০ দিন শুটিং হবে। মহরতে অভিনেতা রুবেল, শাহরিয়াজ ও রাকা বিশ্বাস ছাড়াও অন্যান্য কুশীলব উপস্থিত ছিলেন।