গাজীপুর অনলাইন: সৌদি আরব একটি সামরিক জোটের যে আহ্বান জানিয়েছে, সেখানে প্রয়োজনে সেনা পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
তিনি বলেন, মক্কা-মদিনা আক্রান্ত হলে প্রয়োজনে সেনা পাঠাবে বাংলাদেশ। এর আগে সৌদি আরবে ইরাক হামলা করলে সেখানে পবিত্র দুটি মসজিদ রক্ষায় আমরা সৈন্য পাঠিয়েছিলাম। ভবিষ্যতেও পাঠাতে পারি।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে প্রধানমন্ত্রীর আসন্ন সৌদি আরব সফর বিষয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে যে জোট গঠন করার কথা চলছে, তার সদর দফতর হবে রিয়াদে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, এছাড়া সম্প্রতি জোটের অন্তর্ভুক্ত সামরিক বাহিনীর প্র্রধানদের বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশের সেনাপ্রধানও অংশ নেন।