গাজীপুর অনলাইন: আসন্ন রমজান মাস উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে কমিউনিটি পুলিশিং, বিভিন্ন শ্রেণী-পেশার সুধীজনের সঙ্গে মতবিনিময় করেছে পুলিশ। বুধবার দুপুরে কালীগঞ্জ থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম, পিপিএম (বার)।
সভায় পুলিশ সুপার বলেন, মাদকের পক্ষে কোন আপোষ করা যাবেনা। পুলিশের সম্পৃৃক্তায় হউক বা রাজনীতিবিদদের সম্পৃক্ততায় হউক কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকের সাথে কোন পুলিশ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সারারাত রাস্তায় পাহারা দিয়ে ছিনতাই ও চুরি রোধ করার জন্য পুলিশকে নির্দেশ দেন। কালীগঞ্জ অন্যান্য উপজেলার তুলনায় ভালো রয়েছে। কিছু সমস্যা আছে সেগুলো দূর করতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
কালীগঞ্জ থানা পুলিশ আয়োজিত সহকারী পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মো. সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো: মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: সোলাইমান, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, এএসপি (ট্রাফিক) সাখাওয়াত হোসেন, কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) এম এ হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, কালীগঞ্জ কমিউনিটি পুলিশের সভাপতি এবিএম তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন, পৌর আওয়ামী লীগ সভাপতি আহমেদুল কবির, যুবলীগ সভাপতি মো. বাদল হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. আমির হামজা প্রমুখ। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্য, কালীগঞ্জ পৌর কাউন্সিলর, সাংবাদিক, কমিউনিটি পুলিশিং, বিভিন্ন শ্রেণীর ও পেশার সুধীজন উপস্থিত ছিলেন।