গাজীপুর অনলাইন: জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতা বিরোধী মানববন্ধন ও র্যালী সোমবার গাজীপুরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠাণগুলোতে অনুষ্ঠিত হয়েছে।
সারাদেশের ন্যায় গাজীপুরের এ কর্মসূচিতে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নিয়েছেন।
বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাজীপুরস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) প্রাঙ্গনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন এর সভাপতিত্বে মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধন ও র্যালীতে গাজীপুর জেলার পুলিশ সুপার মোঃ হারুন অর রশীদ অংশ নেন এবং একাত্মতা প্রকাশ করেন।
এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারিরা অংশ নেন। একই সময়ে বোর্ডবাজারস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংলগ্ন প্রধান সড়কে প্রো-উপাচার্য অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু’র নেতৃত্বে এবং বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারিরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
একই সঙ্গে সারা দেশে ওই দুই বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ ও আঞ্চলিক কেন্দ্রেও এ কর্মসূচি পালিত হয়। এছাড়াও জেলার ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ, গাজীপুর সরকারী মহিলা কলেজ, কাজী আজিম উদ্দিন কলেজ, রাণী বিলাস মণি সরকারী বালক উচ্চ বিদ্যালয়, চান্দনা উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজ, সালনা ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসাসহ সব ক’টি উপজেলা ও থানা এলাকার শিক্ষা প্রতিষ্ঠাণ সমূহে মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়।