গাজীপুর অনলাইন: গাজীপুরে মোড়কবিহীন ও মেয়াদ উর্ত্তীণ বেকারী খাবার বিক্রি ও সংরক্ষণ করায় ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন এর বিধান মতে সেভেন স্টার নামক বেকারী প্রতিষ্ঠাকে বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকেলে সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রেবেকা সুলতানার নেতৃতে গাজীপুর শহরের টঙ্গীর শিলমুন এলাকায় ওই অভিযান পরিচালিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম জানান, ভ্রাম্যমান আদালত ওই এলাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করে। এসময় সেভেন স্টার নামক বেকারী প্রতিষ্ঠাকে মোড়কবিহীন ও মেয়াদ উর্ত্তীণ বেকারী খাবার বিক্রি ও সংরক্ষণ করায় ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর বিধানমতে প্রতিষ্ঠানের মালিক আব্দুল লতিফের ছেলে স্বাধীন সরকারকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।