গাজীপুর অনলাইন: গাজীপুরের টঙ্গীতে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার সকাল ১০টার দিকে টঙ্গীর এরশাদনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম দেলোয়ার হোসেন (৩০)। তিনি টঙ্গীর এরশাদনগর এলাকার ৪ নং ব্লকের বাসিন্দা।
টঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, দেলোয়ার মালয়োশিয়া প্রবাসী। দুই মাস আগে তিনি দেশে আসেন। পূর্বশত্রুতার জের ধরে টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী পিচ্ছি হোসেন তার দলবল নিয়ে সকালে দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা চালায়। এ সময় দেলোয়ার বাঁধা দিলে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. পারভেজ হোসেন জানান, নিহতের বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।