
‘দুই দুইবার এমপি হইলা। কিন্তু এটুকু সামান্য ক্ষতিগ্রস্ত সড়ক ঠিক করতে পারলা না। জনগণের এই ভোগান্তির জন্য তোমার শিক্ষা পাওয়া উচিত। তোমাকে আগামীবার নমিনেশন দেওয়া হবে না।’
শুক্রবার বিকেলে কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদির ওপর চটে এভাবেই কথাগুলো বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
২০০৮ সালে প্রথমবারের মতো আওয়ামী লীগের টিকেটে এমপি হন বদি। এরপর ইয়াবা পাচারের হোতা হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তালিকায় তার নাম এলেও তাতে ২০১৪ সালে তার দ্বিতীয় দফা মনোনয়ন আটকায়নি।
সমাবেশে সেতুমন্ত্রী কাদের ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা এখানে ফুল নিতে আসিনি, ফটোসেশন করতেও আসিনি। আমরা এসেছি মানুষের বিপদে আর কষ্টে পাশে দাঁড়ানোর জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীবের আপনজন। তার নির্দেশেই আপনাদের পাশে দাঁড়াতে এসেছি।’
গত মঙ্গলবার ভোরে কক্সবাজার-চট্টগ্রাম উপকূলে আঘাত হানে প্রবল ঘূর্ণিঝড় মোরা। উপকূলীয় ১৬ জেলার ২ লাখ ৮৬ হাজার মানুষ এই ঝড়ে ক্ষতির শিকার হয়েছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়েছে।
সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফরে থাকার কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘তিনি বিদেশে গেছেন; কিন্তু তার মন পড়েছিল দেশের দুর্গত মানুষদের প্রতি। তার মন ছিল টেকনাফ, সেন্টমার্টিন, মহেশখালী, কুতুবদিয়াসহ কক্সবাজারের উপকূলীয় এলাকার দুর্গত মানুষদের প্রতি।’
ওবায়দুল কাদেরের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন চৌধুরী ও এ কে এম এনামুল হক শামীম, কেন্দ্রীয় নেতা বীর বাহাদুর ও আখতারুজ্জামান এবং দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।