গণজাগরণ মঞ্চের অন্যতম মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে হিটখোর ইমরান বলে মন্তব্য করে তার জন্য ৫০০ পচা ডিমের অর্ডার ও ১০০ স্টকে রেখেছে ছাত্রলীগ। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই তথ্য দিয়ে একটি পোস্ট দিয়েছেন।
এর আগে এক ছাত্রলীগ নেতা ইমরানকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগে পেলে কুত্তার মতো পেটানোর ঘোষণা দেন।
মোতাহার হোসেন প্রিন্স লিখেছেন, ‘মারধর করে হিটখোর ইমরান-সনাতনরে আর তালগাছের মাথায় চড়াবে না ছাত্রলীগ!’
ওদের জন্য ৫০০ পচা ডিমের অর্ডার দেয়া হয়েছে। ১০০ স্টকে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় দেখামাত্র পচা ডিম ছোড়া হবে!!
ফেসবুকে এমন পোস্টের পর সাহিদুল ইসলাম নামের এক ছাত্রলীগ নেতা মন্তব্য করেন, অপমান মাইর খাওয়ার চেয়েও বেশি লজ্জাকর, যদি বুঝার মতো একটু হলেও জ্ঞান থাকে! সময়োপযোগী সিদ্ধান্ত ভাই।
মো. হাসিবুল হোসেন হাসিব লেখেন, ইমরানকে দিয়ে পচা ডিমের বাচ্চা ফুটানো হোক। সাথে কিছু নুডুলস ও থাকছে আহারের জন্য!!!!
তুহিন রেজা নামের আরেক ছাত্রলীগ নেতা মন্তব্য করেন, সাথে কেকা ফেরদৌসি আপার নুডুলসের তেহেরি ফ্রি!!!!