
গাজীপুরের ১০টি আবাসিক হোটেলে আজ মঙ্গলবার অভিযান চালিয়ে পুলিশ যৌনকর্মী, খদ্দের ও দালালসহ ৯৪ জনকে আটক করে। এর মধ্যে ১০ জন যৌনকর্মী, ২১ খদ্দের ও দালালকে জরিমানা করা হয়। বাকি ৬৩ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গাজীপুর পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মোমিনুল ইসলাম জানান, জেলার বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে-এমন খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের নির্দেশে পুলিশ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুরের জয়দেবপুর থানা এলাকার হোতাপাড়ায় অবস্থিত হোটেল বৈশাখী, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া এলাকার হোটেল রাজমনি, এশিয়া, শাপলা, প্যারেড, ঈশা খাঁ, রোজ গার্ডেন, কোনাবাড়ি এলাকার হোটেল ইয়ার ইন্টারন্যাশনাল এবং টঙ্গী থানা এলাকার অনামিকা ও স্বাগতম আবাসিক হোটেলে অভিযান চালায়। পুলিশ এ সময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ওই ১০টি আবাসিক হোটেল থেকে ৪৪ জন যৌনকর্মী এবং ৫০ জন খদ্দের ও দালালসহ মোট ৯৪ জনকে আটক করে। এ সময় হোটেলগুলো তালাবদ্ধ করা হয়।

এ ছাড়া পুলিশ এদিন কোনাবাড়ি এলাকার হোটেল অতিথি, রেইনবো ও গোল্ডেন পার্কসহ পাঁচটি আবাসিক হোটেলে অভিযান চালায়। কিন্তু পুলিশের অভিযানের খবর পেয়ে ওই পাঁচটি হোটেল তালাবদ্ধ করে সবাই পালিয়ে যায়।
পুলিশ পরিদর্শক মোমিনুল ইসলাম জানান, আটক ৯৪ জনকে বিকেলে গাজীপুরের বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়। আদালত ১০ জন যৌনকর্মী ও ২১ খদ্দের ও দালালকে জরিমানা করেন। বাকি ৬৩ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।