
গাজীপুর জেলা ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৭ পালন এবং ২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে এক আলোচনা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে গাজীপুরের সাগর-সৈকত কনভেনশন হলে শোক দিবসের এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন শাওনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাহিদুল আলম রবিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব আ.ক.ম মোজাম্মেল হক এম.পি।
এতে আরো বক্তব্য রাখেন- গাজীপুর মহানগর আওয়াম লীগের সভাপতি এ্যাড. আজমত উল্ল্যাহ খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর যুবলীগের সভাপতি কামরুল আহসান রাসেল, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক রকিব সরকার।
এ সময় গাজীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রোকনুজ্জামান ভূইয়া রনি, খোরশেদ আলম, ক্রীড়া সম্পাদক ওয়াহিদ হাসান, উপ-এাণ ও দুর্যোগ সম্পাদক আলী আল-রাফু অমিতসহ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও গাজীপুর মহানগর ছাত্রলীগ এবং জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।