
গাজীপুরের সদর উপজেলার কুমারখাদা এলাকা থেকে রোববার সকালে প্রায় ১০ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গাজীপুরের সিনিয়র সহকারী কমিশনার মো. শরিফুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে কুমারখাদা এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ১০ হাজার লিটার চোলাই মদ, মদ তৈরি উপাদানসহ দুই ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পরে টাস্কফোর্স গ্রেপ্তারকৃত সুনন বর্মনকে (১৭) পাঁচ হাজার টাকা জরিমানা এবং সুদেব বর্মনকে (২৬) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। উদ্ধারকৃত চোলাই মদ, উপাদান ধ্বংস করা হয়েছে।
অভিযানে র্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা সহযোগিতা করে। এ অভিযান অব্যাহত থাকবে বলে শরিফুল ইসলাম জানিয়েছেন।