
গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুরের নয়াপাড়া এলাকার মাল্টিফ্যাবস লিমিটেড নামের পোশাক তৈরির কারখানায় গতকাল রোজ রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অল্পসময়ে আগুন নিভে যাওয়ায় তেমন কোনো ক্ষতি হয়নি। তবে অগ্নিকাণ্ডের খবর পেয়ে শ্রমিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।
বিকেল সাড়ে ৩ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ারসার্ভিস কে খবর দিলে তারা দুপুর ৪টার দিকে কালিয়াকৈর এবং জয়দেবপুরের ফায়ারসার্ভিস বাহিনীর চারটি ইউনিট ঘটনাস্থলে আসে। কিন্তু তারা কারখানায় পৌছানোর আগেই কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।
কারখানার শ্রমিকদের কাছ থেকে জানা যায় তাড়াতাড়ি আগুন নেভাতে পারায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।