
আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন মেলার প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।

এসময় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলাম,উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ্, ভাইস চেয়ারম্যান এড. রেজাউর রহমান লস্কর মিঠু, ভাইস চেয়ারম্যান সামছুন নাহার ডেইজী, থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম, সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রমুখ। এ ছাড়া মেলায় বিভিন্ন দপ্তরের উদ্যোগে তাদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বিষয় তুলে ধরেন। বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের সফলতা ও উন্নয়নমূলক কর্মকান্ডের প্রদর্শনী, বিভিন্ন উন্নয়নমূলক কাজের পোস্টার ও লিফলেট।
প্রধান অতিথি সিমিন হোসেন রিমি আলোচনা সভায় বলেন, উন্নয়নের কোনো বিকল্প নেই, কথায় নয় কাজে বিশ্বাসী হতে হবে। বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন খাতের উন্নয়নসহ স্বাস্থ্য ও শিক্ষা খাতে আমূল পরিবর্তন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রশাসনের সহযোগিতার পাশাপাশি দলের তৃণমূল পর্যায়ে নেতাদের উন্নয়ন কর্মকান্ডের প্রচার কাজে ভূমিকা রাখার আহ্বান জানান।