
টঙ্গীতে গাজীপুর মহানগর ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী আলোচনা সভা ও জন্মদিনের কেক কাটা অনুষ্ঠান বৃহস্পতিবার টঙ্গীর নতুন বাজার এলাকায় ছাত্রলীগ কার্যালয়ে মহানগর ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন পাঠানের সভাপতিত্বে এবং মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দীপের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, টঙ্গী পৌরসভার সাবেক মেয়র এড. আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী ইলিয়াস আহম্মেদ, জাকির হোসেন খোকন, টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, সহ-সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মোঃ রজব আলী, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম পাশা, টঙ্গী থানা যুবলীগের প্রভাবশালী সদস্য বিল্লাল হোসেন মোল্লা, টঙ্গী থানা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান কানন মোল্লা, সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবু, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর, সাধারণ সম্পাদক রেজাউল করিম, গাছা সাংগঠনিক থানা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ মাসুদ রানা, গাজীপুর মহানগর তাতী লীগের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আমান, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা জহির হোসেন তুহিন, শাহজাহান সিরাজ সাজু, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুল হক লিটন প্রধান, কাজী মোঃ সাকের, নূর মোহাম্মদ শামীম, ছাত্রলীগ নেতা রাসেল বেপারী জুনায়েদ খান বাবু প্রমুখ।
প্রধান অতিথি জাহিদ আহসান রাসেল বলেন, ছাত্রলীগ আমাদের সেরা অর্জন। ছাত্রলীগে নেতাকর্মীরা কোন অসৎকাজে জড়িত থাকতে পারে না। তাদের সাথে সম্পর্ক থাকবে সত্য এবং ন্যায়। তাদের সম্পর্কে থাকবে বই খাতা কলমের সাথে। আগামী গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকাকে বিজয়ী করতে ছাত্রলীগের ভূমিকা থাকবে অপরীসীম।