
আগামী ৩১ মার্চ বাংলাদেশ ছাত্রলীগের ২৯ তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ সম্মেলনকে ঘিরে ইতিমধ্যেই ক্ষমতাসীন লীগ আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্তও হয়েছে গেছে। থাকছে কয়েকটি চমকও। দুই দিনের সম্মেলন হওয়ার কথা থাকলেও এবার তা একদিনেই শেষ হচ্ছে বলে জানা গেছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল কাদের ইতিমধ্যেই জানিয়েছেন, ছাত্রলীগের এবারের কমিটিতে চমক থাকবে। এরই ধারাবাহিকতায় দলীয় সভানেত্রীর পরামর্শে ছাত্রলীগের নতুন নেতৃত্ব বাছাইয়েও চমক থাকবে বলে জানা গেছে।
সূত্র জানিয়েছে, ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের শীর্ষ নেতৃত্ব বাছাইয়ে বয়সসীমা ২৭ থেকে বাড়িয়ে ২৯ করা হয়েছিল। এবার চমক হিসাবে তা ৩০ হতে পারে। কারণ হিসাবে সূত্রটি দাবি করেছে, ছাত্রলীগের মতো সংগঠনটি চালাতে অভিজ্ঞ ছাত্রনেতা এবং দায়িত্বশীলদের প্রয়োজন। যারা দক্ষতার সঙ্গে আগামী দিনে সংগঠনটির নেতৃত্ব দিবেন।
এক্ষেত্রে কারা নেতৃত্বে উঠে আসতে পারেন এমন প্রশ্নের জবাবে সূত্রটি জানিয়েছে, বর্তমান মেয়াদোর্ত্তীণ কমিটিতে যারা আছেন তাদের মধ্যে থেকেই শীর্ষ নেতৃত্ব উঠে আসতে পারে। সেক্ষেত্রে আগামী নির্বাচন এবং ছাত্রলীগকে বিতর্কমুক্ত রাখতে ক্লিন ইমেজের ছাত্র নেতাদের বেছে নেয়া হতে পারে।
এত দিন ধরে ছাত্রলীগের সম্মেলন ২ দিন ধরে হলেও এবার তা একদিনেই শেষ হবে বলেও জানা গেছে। এটাও ছাত্রলীগের সম্মেলন ঘিরে নতুন চমক।
বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এবং আ. লীগের সাংগঠনিক সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীমের সঙ্গে বৈঠক করেছেন ছাত্রলীগ নেতারা। সেখানে নতুন সম্মেলনের প্রস্তুতি কমিটির কথাও বলেছেন কেউ কেউ।
উল্লেখ্য, ২৮ তম সম্মেলনে সাইফুর রহমান সোহাগ এবং এস এম জাকির হোসাইনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির মেয়াদ শেষ হয়েছে গত বছরের ২৬ জুলাই।