
এম এ কবির: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগ।
শনিবার দুপুর ২টায় প্রায় ৩ হাজারেও বেশি নেতাকর্মী নিয়ে গাজীপুর মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাড. মো. জাহাঙ্গীর আলম এর সার্বিক নির্দেশনায় এই আয়োজন করা হয়।

সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন মহানগর আ’লীগের সহ সভাপতি এ্যাড. মো. ওয়াজউদ্দিন মিয়া, মো. ওসমান আলী, আমজাদ হোসেন বাবুল, আব্দুর রউফ নয়ন, রিপন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহ মন্ডল, এস এম মোকছেদ আলম, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মো. মহিউদ্দিন আহমেদ মহি, মো. মজিবুর রহমান, মো. কাজী ইলিয়াস আহমেদ প্রমূখ।
গাজীপুরের বিপুল নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় পুরো টুঙ্গিপাড়া এলাকা।
