
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে গাজীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণের মাধ্যমে উদযাপিত হল বই উৎসব। এ উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভার আয়োজন করা হয়।
বই বিতরণ উৎসব উপলক্ষে ১ জানুয়ারি সোমবার সকালে গাজীপুরের জেলা প্রশাসক ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর গাজীপুর শহরের জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঐতিহ্যবাহী রানী বিলাস মণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, জয়দেবপুর বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই তুলে দেন।

এদিকে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- গাজীপুর জেলা প্রশাসক ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ ওয়াজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক সরকার প্রমুখ। পরে জেলা প্রশাসক ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে নতুন বই বিতরণ করেন।
এছাড়া জেলা শহরের জয়দেবপুর জকি স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়দেবপুর পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
গাজীপুর জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৫ লক্ষাধিক শিক্ষার্থীদের মধ্যে পঁচিশ লাখ ৯৮ হাজার বই বিতরণ করা হয়।