
গাজীপুরের কালিয়াকৈরে লেগুনার ভাড়া নিয়ে বিতণ্ডার জেরে ষোল বছর বয়সী এক কিশোরকে গলায় ছুরি মেরে হত্যার অভিযোগ উঠেছে লেগুনা চালকের সহকারীর বিরুদ্ধে।
সোমবার ভোর সাড়ে ৫টার উপজেলার জানেরচালা এলাকায় এ ঘটনা ঘটে বলে কালিয়াকৈর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান।
নিহত সফিক কুড়িগ্রাম সদর উপজেলার বোয়ালিচর গ্রামের মো.কালম মিয়ার ছেলে। সে পেশায় দিনমজুর বলে পুলিশ জানিয়েছে।
ওসি রফিকুল বলেন, ভোরে কালিয়াকৈর সাহেব বাজার থেকে চন্দ্রায় যাওয়ার জন্য সফিক একটি লেগুনায় ওঠে। কিন্তু যানজটের কারণে লেগুনাটি সোজা পথে না গিয়ে ঘুরে যায়।এ কারণে লেগুনার চালক ও তার সহকারী সফিকের কাছে পাঁচ টাকার স্থলে ১৫ টাকা ভাড়া দাবি করে।
কিন্তু সফিক অতিরিক্ত ভাড়া দিতে রাজি না হওয়ায় তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লেগুনা চালকের সহকারী সফিকের গলায় ছুরিকাঘাত করে তাকে রাস্তায় ফেলে রেখে গাড়িসহ পালিয়ে যায় বলে জানান তিনি।
ওসি বলেন, স্থানীয়রা সফিককে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।