
একটা সময় ছিল যখন বিদেশ ভ্রমন শুধু বিত্তবানদের নাগালের মধ্যে ছিল। প্রযুক্তির উৎকর্ষ ও বাংলাদেশের মানুষের আয়ও বেড়েছে, সাথে ক্রমিক হারে বেড়েছে এদেশের মানুষের ভ্রমন পীপাসা। ভ্রমন পীপাসা মেটাতে এখন তারা দেশের গন্ডি পাড়ি দিয়ে বিভিন্য দেশে ঘুরতে যাচ্ছে। যেহেতু ভারত আমাদের প্রতিবেশি রাষ্ট্র এবং ভ্রমন খরচও সবার নাগালের মধ্যেই, তাই সবাই এখন ভারত ভ্রমনের দিকে বেশি ঝুকছে ।
তবে ভ্রমনের ক্ষেত্রে প্রথম যে প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় তা হল,ভারতীয় ভিসা! এমন অনেককেই পাবেন যাদের আমেরিকার ভিসা আছে কিন্তু তারা ভারতীয় ভিসা রিজেকটেড যার কোন কারন ভিসা অভিস থেকে জানানো হয় না। এক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ মানুষ বিভিন্য এজেন্সিরর কাছ থেকে ভিসা করাতে গিয়ে নিজের পকেটের অনেকটা অর্থ ব্যয় করছেন, যা সঠিক সব প্রক্রিয়া জানা থাকলে অল্প খরচে সহজেই পেতে পারেন।
১। প্রয়োজনীয় সব কাগজ রেডি করুনঃ ভিসা ফর্ম পুরনের আগে নিচের সব কাগজপত্র রেডি করে রাখুন-
২।ঃ এরপর ভিসা ফর্ম পুরন করুন www.ivacbd. com থেকে। ফর্ম পুরনের সময় যে বিষয়গুলো মাথায় রাখবেন-
*পোর্ট ঃ আপনার গন্তব্য যদি হয় কলকাতা -হরিদাশপুর/এয়ার
ঃআপনার গন্তব্য যদি হয় দার্জিলিং -চাংরাবান্ধা/ফুলবাড়ি
ঃআপনার গন্তব্য যদি হয় শিলং-মেঘালয় -ডাওকি
এক্ষেত্রে আমার সাজেশন, আপনার যদি কলকাতা,দিল্লি,শিমলা মানালি যাওয়ার ইচ্ছা থাকে এবং আপনি ভবিষ্যৎ এ দার্জিলিং,মিরিক যাওয়ার ইচ্ছা থাকে তবে চাংরাবান্ধা/ফুলবাড়ি পোর্ট দিন। এক্ষেত্রে সুবিধা হল আপনি এই পোর্ট এর সাথে ফ্রি হিসেবে পাবেন হরিদাশপুর,বাই এয়ার,বাই রেল। ডাওকি পোর্ট এর ক্ষেত্রেও আপনি এই তিনটি পোর্ট ফ্রি পাবেন, ডাওকি দিবেন যদি আপনার ভবিষ্যৎ এ মেঘালয় এ যাওয়ার ইচ্ছা থাকে।
৩। ছাত্র হলে বাবার ব্যাংক স্টেইট্মেন্ট/পাসপোর্টে ডলার ইন্ডোর্স করা আবশ্যক
৪।চাকুরিজীবি হলে এনওসি লাগবে।
*রেফারেন্স ইন ইন্ডিয়াঃ গুগল করে যেকোনো হোটেলের রেফারেন্স আর মোবাইল নং দিলেই হবে।
ফর্ম পুরন শেষ হলে আপনি যেদিন ফর্ম ভিসা অফিসে জমা দেবেন তার আগের দিন payment.ivacbd. com থেকে আপনার ক্রেডিট/ডেবিট/বিকাশ/মোবাইল ব্যাংকিং থেকে ফি জমা দিতে পারবেন। ফি-৬০০+১৮=৬১৮ টাকা জমা দেওয়া শেষে ইনভয়েসটা প্রিন্ট করান।
*আপনি যদি ঢাকা থেকে ভিসার জন্য এপ্লাই করতে চান তাহলে
>শ্যামলি আইভিএসি তে অ্যাপয়েন্টমেন্ট (ই টোকেন) লাগবে না ,পেমেন্ট করার সময় ওয়াক ইন দিবেন
> অন্য গুলার ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট লাগবে।
*যারা ঢাকার বাহিরে করাবেন তাদের জন্য –
>>>রংপুর,রাজশাহী,চট্টগ্রামে অ্যাপয়েন্টমেন্ট লাগবে না,অন্যদের লাগবে
***টাকা পেমেন্ট এর ৩ দিনের মধ্যে ফর্ম জমা দিতে হবে।
এবার সব কিছু সাজিয়ে নিকটতম আইভিএসি সেন্টারে গিয়ে জমা দিন,ভিসার জন্য নির্দিষ্ট তারিখে যেতে বলবে, সেই তারিখে বিকেল ৩:৩০ এ গিয়ে ভিসা কালেক্ট করুন।